বিজয় সরণিতে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার তেজগাঁওয়ে বিজয় সরণি মোড়ে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রাকিব হোসেন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী আব্দুল কাইয়ুম জানিয়েছেন, “সকালে রাকিব বাইসাইকেল চালিয়ে বিজয় সরণি মোড়ে আসছিলেন। সেই সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। রাকিব রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাকিব একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা