ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৮ সেপ্টেম্বর ২০২৫  
৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা উদযা‌পিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তি‌নি  এ আহ্বান জানান।

আরো পড়ুন:

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কি না জানতে চাইলে উপ‌দেষ্টা বলেন, “এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্য বার তারা দু-একটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে, এবার আরো শান্তিপূর্ণভাবে হবে।”

পূজায় নাশকতার কো‌নো তথ‌্যে আছে কিনা জান‌তে চাইলে উপদেষ্টা বলেন, “যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয়, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করবো।”

এবার মণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার জা‌নি‌য়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঢাকা মহানগর এলাকায় মণ্ডপের সংখ্যা ২৫৫টি। দে‌শের মহানগরী‌তে  ১২৭০টির মত। মণ্ডপের এই সংখ্যা আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে।” 

“তালিকার বাইরে কোনো মণ্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি, আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি।” সবাই যাতে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তি‌নি জানান, “পূজা উপলক্ষে আশপাশের যে মেলা বসে এবার কোনো মেলা হবে না। তবে ছোটখাটো দুই একটা দোকান থাকতে পারে। কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ওই দোকানগুলো স্থাপন করতে পারবে। নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি থাকবে। সীমান্তের পূজা মণ্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্বে থাকবে। আর আনসার সব জায়গায় থাকবে। আনসারই থাকবে প্রায় সাড়ে তিন লাখ।”

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়