বৃষ্টিতে ভিজবে সারা দেশ
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঝুম বৃষ্টি নামে ঢাকায়। ছবিটি ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনের গেট থেকে তুলেছেন মনিরুল হক ফিরোজ
শরতের আকাশে রোদ-হাওয়ার খেলা চলছিলো টুকটাক। কিন্তু হঠাৎ করেই ঢাকার আকাশে মেঘ জমে নেমেছে ঝুম বৃষ্টি। সড়কগুলোতে ছাতা হাতে ছুটছে মানুষ, ভিজে যাচ্ছে রিকশার আরোহী, যানজটে আটকে বৃষ্টিভেজা শহর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, সারা দেশে আজ ও আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ চার বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
শনিবার (১৩ সেপ্টেম্বর): আবহাওয়া শুক্রবারের মতোই থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী ১৪ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশেই কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা সামান্য কমবে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহীর বাদলগাীছে ৪৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়া ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা