ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারের নির্ধারিত মূল্য নিয়ে অপপ্রচার দুঃখজনক: কৃষি মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫  
সারের নির্ধারিত মূল্য নিয়ে অপপ্রচার দুঃখজনক: কৃষি মন্ত্রণালয়

সার আমদানিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করায় কিছু মহল উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে সার আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সারের জন্য প্রতিটি দেশে একক মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সকল আমদানিকারকের জন্য সমভাবে প্রযোজ্য। এতে কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের সুযোগ নেই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের স্বচ্ছ ও দৃঢ় অবস্থানের ফলে সার আমদানিতে অতীতে সক্রিয় কিছু সিন্ডিকেট তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে এসব মহল এখন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

এতে আরো উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছে। কৃষি মন্ত্রণালয় এর অন্যতম অংশীদার হিসেবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।

সার্বিক স্বচ্ছতা নিশ্চিতে কৃষি মন্ত্রণালয় গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত এক বছরে কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে শাকসবজি, আলু, পেঁয়াজ, ধান, আমসহ বিভিন্ন ফসল ও ফলের বাম্পার ফলন হয়েছে। এমনকি প্রতিকূল সময়েও সার সরবরাহ অব্যাহত থাকায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/এএএম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়