ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১ অক্টোবর ২০২৫  
গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ভবনে আগামী ৬ অক্টোবর সংলাপটি অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

তিনি আরো জানান, ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে ভোট সংলাপ শুরু করে ইসি। প্রথম দফায় সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে এবং পরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের এই ধারাবাহিক সংলাপের উদ্দেশ্য হল অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়