ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীরা বঞ্চিত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১ অক্টোবর ২০২৫  
দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীরা বঞ্চিত: সাদিক কায়েম

সাদিক কায়েম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, “দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা আজাদী পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা, শিক্ষকরা বঞ্চিত।”

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, “দেশের শিক্ষা খাতে যে পরিমাণ বাজেট প্রয়োজন তা বরাদ্দ দেওয়া হয় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চাহিদার আলোকে স্কুল, ইংলিশ মিডিয়ামসহ শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার সমন্বয়ে ঢেলে সাজাতে হবে।”

সাদিক কায়েম বলেন, “মাদ্রাসা শিক্ষার যে লক্ষ-আলেম তৈরি হয়, তাও হয় না। সেজন্য আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।”

ঢাকা/রায়হান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়