ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪৭, ৪ অক্টোবর ২০২৫
নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

নারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “এসবের অবসান হওয়া দরকার। নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের কন্যা শিশুর বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

বদিউল আলম মজুমদার বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই প্রতিবেদন ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। এই ঘটনায় মূলত নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী হয়নি। পুরুষতন্ত্র জয়ী হয়েছে।”

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “শিক্ষা থেকে নারীদেরকে দূরে রাখার বিষয়ে বিভিন্নজন ও বিভিন্ন মহল থেকে এখন যা বলা হচ্ছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “নারীদের অধস্তন করে রাখা হচ্ছে। তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এসবের অবসান হওয়া দরকার। নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে।” 

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়