ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৮ অক্টোবর ২০২৫  
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ২০২৬ সালের হজের নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়।

এতে বলা হয়েছে, ২০২৬ সালে হজ পালনের জন্য যারা ইচ্ছুক, তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, হজ পালন করতে চান এমন ব্যক্তি বা এজেন্সিগুলো মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধন করলেও, ভিসার জন্য পিলগ্রিম আইডি (পিআইডি) তৈরির সময় সিস্টেমে অবশ্যই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ হালনাগাদ করে নিতে হবে।

পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে ভিসা ইস্যু করা হবে না বলেও জানানো হয়েছে।

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়