ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১০ অক্টোবর ২০২৫  
প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার

ছবি: সংগৃহীত

প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার। ৬৫ বছরের বেশি বয়সি সাংবাদিকদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে। এ সংক্রান্ত নী‌তিমালা চূড়ান্ত করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। এরপর এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছ্বল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীতিমালার খসড়াটি নি‌য়ে এ‌সে‌ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।

প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।

নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

ঢাকা/নঈমুদ্দীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়