জনপ্রশাসনের এপিডি এরফানুলকে সরিয়ে দিল সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
এর আগে ডিসি নিয়োগসহ নানা কাজে বিতর্কের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ড. মো. মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের এ পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক