ত্রয়োদশ সংসদ নির্বাচন
৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থার অনুমোদন দিলো ইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ নভেম্বর রাতে ইসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসি ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। যাচাই-বাছাই শেষে আজ ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হলো।
এতে উল্লেখ করা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছিল। এরপর ২০২৫ সালের নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী যোগ্য বেসরকারি সংস্থাগুলোকে দরখাস্ত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
ইসির চূড়ান্ত নিবন্ধন পাওয়া সংস্থা
পাথওয়ে, পল্লীশ্রী, রিসডা-বাংলাদেশ, রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও), ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (আইসিডিএস), বাকেরগঞ্জ ফোরাম, একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাথী, বকুলতলী মহিলা সংসদ (বিএমএস), অ্যাসোসিয়েশন অব মুসলিম, ওয়েলফেয়ার এজেন্সিস ইন বাংলাদেশ (এএমডব্লিউএবি), হোপ, অধিকার, আরপিও ফাউন্ডেশন, অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (উষা), সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), সংগতি সমাজকল্যাণ সংস্থা, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), লাইট হাউস, রূপান্তর, সোসাইটি ফর ব্রাইট সোশ্যাল সার্ভিসেস, আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে), চাঁদ মানব উন্নয়ন সংস্থা, ব্যুরো অব সোশ্যাল ওয়াচ, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা (এএসকেএস), প্রফেশনাল রিসার্চ অ্যাডভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়), মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলোজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ (বিএসইআরআই) ও আশ্রয় ফাউন্ডেশন।
তালিকায় আরও রয়েছে– কর্ম উন্নয়ন কেন্দ্র (ডব্লিউডিসি), আলোকিত সমাজকল্যাণ সংস্থা, বিচরণ কল্যাণ সংস্থা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সেবা ফাউন্ডেশন, রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (র্যাক-বাংলাদেশ), ডেমোক্রেসি ওয়াচ, প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশন, ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (ডিআরডিএস), রুরাল অ্যান্ড আরবান পুওরস পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আরএসএলইউআরপিএসএ), অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট (এসিয়া), চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), স্কোপ, পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস-পাস, কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট (কার্ড), সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট-সিআরডি, ফ্যাসিলিটিস ফর এগ্রিকালচার রিহ্যাবিলাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্ট (ফেয়ার), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), দিনাজপুর পল্লি উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সমাহার-মাল্টিডিসিপ্লিনারি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বিয়ান মনি সোসাইটি (বিএমএস), গরিব উন্নয়ন সংস্থা (জিইউএস), সচেতন নাগরিক সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ব্রতী সমাজকল্যাণ সংস্থা, মানব সহায়ক কেন্দ্র (এমএসকে), রুরাল ভিশন (আরভি), গ্রামীণ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (জিসা), মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থা, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিএডব্লিউএফ), ইয়ুখ ইনিশিয়েটিভ ফর সোশিও ইকনোমিক অ্যাকটিভিটি (ইসিয়া), মুক্তির বন্ধন ফাউন্ডেশন এবং দিশা সমাজকল্যাণ সংস্থা।
ঢাকা/এএএম//