ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৭ নভেম্বর ২০২৫  
‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ

‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কবি হাসানআল আব্দুল্লাহ পেলেন আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার। গত বুধবার পোল্যান্ডের বিডগোস শহরের লিটারারি হাউজে কবির সৌজন্যে বিশেষ কবিতাপাঠ অনুষ্ঠানে বিডগোস রাইটার্স ইউনিয়নের সভাপতি কবি ডারিউস টোমাস লাবিয়ডা হাসানআল আব্দুল্লাহর হাতে এই পুরস্কার তুলে দেন।

কবি ডারিউস টোমাস লাবিয়ডা বলেন, “হাসানআল কবিতা লেখার পাশাপাশি বিশ্ব কবিতা থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে প্রচুর অনুবাদ করেছেন। এই পুরস্কার তার সেই অনুবাদের স্বীকৃতি।”

আরো পড়ুন:

হাসানআল আব্দুল্লাহ পুরস্কার হাতে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “পঞ্চমবারের মতো আমি পোল্যান্ড এসেছি। প্রতি বছরই এখানে আমি নানাভাবে সম্মানিত হই। পোলিশ কাব্যামোদিদের ভালবাসা অর্জন করতে পেরে আমি অভিভূত।”

কবি কোভালকোভিস্কি ছিলেন বিডগোস রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর মৃত্যুর পর এই পুরস্কার চালু করা হয়।

গত ৯ অক্টোবর চেহানোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে কবি পোল্যান্ডে যান। এরপর তিনি যোগ দেন চেক রিপাবলিকে অনুষ্ঠিত ব্রমোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে, সেখানে দশ কবিকে নিয়ে চেকভাষায় একটি এন্থোলজিতে তাঁর কবিতা স্থান পায়। ওদিকে কবি ক্যাতারজিনা জর্জিও পোলিশ ভাষায় হাসানআল আব্দুল্লাহর দ্বিতীয় বই “দ্যা স্ক্যাটার ডিসপ্লে অব লিম্বস’ অনুবাদ করেছেন। মাসব্যাপী পোল্যান্ডের বিভিন্ন শহরে অন্তত আটটি প্রোমোশনাল কবিতাপাঠের আয়োজন করা হয়, এর মধ্যে রাভা ভিসনা পাবলিক লাইব্রেরি, মিলিস পাবলিক লাইব্রেরি, ডোলনি বারেজ মেলিনি রেস্টুরেন্ট, ভ্রসলোভ মিউজিক অ্যান্ড লিটারেচার ক্লাব অন্যতম। 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়