ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতি ভোটকক্ষে ২টি গোপন বুথ থাকবে: ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৩২, ৩০ নভেম্বর ২০২৫
প্রতি ভোটকক্ষে ২টি গোপন বুথ থাকবে: ইসি সচিব

৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার প্রস্তুতির অংশ হিসেবে এক ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

তফসিল ঘোষণার আগে সার্বিক সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা পর্যালোচনায় রবিবার (৩০ নভেম্বর) ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

আরো পড়ুন:

ইসি সচিব বলেন, ‘‘আগামী বছরের জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। এ কারণে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, লজিস্টিকস ও সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো নতুন করে যাচাই-বাছাই করছে কমিশন।’’ 

তিনি আরো বলেন, ‘‘যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের ভাতা বাড়ানো হয়েছে; যাতে তারা কোনো স্থানীয় রাজনৈতিক নেতার আতিথেয়তা গ্রহণ না করেন এবং নিরপেক্ষতা বজায় থাকে।’’ 

আখতার আহমেদ আরো বলেন, ‘‘এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। সাম্প্রতিক মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে কমিশনের ধারণা, ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন নেই; বরং গোপন বুথ বাড়ালেই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।’’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘‘সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো ঝুঁকি নেই বলে মনে করছে কমিশন।’’ 

ঢাকা/এএএ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়