দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গ্যাস সিলিন্ডার
রাজধানীতে রান্নাবান্নায় পাইপ লাইনের গ্যাস এবং এলপিজি সিলিন্ডারই ভরসা। শীতের শুরু থেকে লাইনে গ্যাসের চাপ কম থাকা এবং বাজারে চাহিদা মতো এলপিজি সিলিন্ডারের সরবরাহ না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গ্রাহকরা বলছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখছে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট। তাই দ্বিগুণ দামেও বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিউমার্কেট, কারওয়ানবাজার, রায়ের বাজার, হাজারীবাগসহ বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে।
নিউমার্কেটে এলপিজি সিলিন্ডার নিতে আসা বেসরকারি চাকরিজীবী জুয়েল সিকদার বলেন, “সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামেও এলপিজি সিলিন্ডার পাচ্ছি না। এভাবে চলতে পারে না। আমাদের তো বেতন বাড়ে না। সংকটের কথা বলে একটা ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। এদিকে রান্না করতে না পেরে- না খেয়ে থাকার পালা শুরু হয়েছে। আজকে দুই হাজার তিনশত টাকা দিয়ে একটি এলপিজি সিলিন্ডার পেয়েছি। কিছু করার নেই, খেতে হলে নিতে হবে। না খেয়ে তো বাঁচা যাবে না।”
হাজারীবাগের রেস্তোরাঁ ব্যবসায়ী সবুজ মোল্লা বলেন, “বাসা-বাড়িতে গ্যাস না থাকায় হোটেলে চাপ বাড়ছে। চাহিদার তুলনায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ কম। এই সুযোগে দামও বেশি রাখছে। এখন বাধ্য হয়ে আমাদের মতো সাধারণ হোটেল ব্যবসায়ীদের খাবারের দাম বাড়াতে হচ্ছে।”
কারওয়ানবাজারের এলপিজি সিলিন্ডারের পাইকারি সরবরাহকারী এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের দেশে হাতে গোনা কয়েকটি বড় কোম্পানি এলপিজির ব্যবসা করে। কোম্পানিগুলোই বাজার নিয়ন্ত্রণ করে। এখন বাসা বাড়িতে গ্যাসের চাপ কম থাকায় এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়েছে। বহু এলাকায় লাইনের গ্যাস নেই, সিলিন্ডারই ভরসা। সংকটে পড়ে গ্যাসের জন্য গ্রাহকদের হাহাকার অবস্থা। এছাড়াও বৈশ্বিক বাজারে নানাবিধ নিষেধাজ্ঞার কারণে গ্যাসের দাম বেড়েছে।”
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “বিশ্বব্যাপী এলপি গ্যাস রপ্তানিকারক ও পরিবহণ জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞার ফলে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি আমদানি কমেছে। আবার ইরান থেকে কোনো জ্বালানি বের হচ্ছে না। এলপিজির বড় ক্রেতারা চায়না ও অন্যান্য উৎসে হুমড়ি খেয়ে পড়ায় ছোট ব্যবসায়ীরা সেখানে সুযোগ পাচ্ছেন না।”
তিনি আরো বলেন, “সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা করছি।”
ঢাকা/রায়হান/এস