ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুয়া দাখিলা খতিয়ান শনাক্তে ভূমি অ্যাপ ব্যবহারের আহ্বান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫১, ১৮ জানুয়ারি ২০২৬
ভুয়া দাখিলা খতিয়ান শনাক্তে ভূমি অ্যাপ ব্যবহারের আহ্বান 

সংঘবদ্ধ প্রতারক চক্র ভূমিসেবা সিস্টেমের আদলে কিউআর কোড সংযুক্ত করে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে, এমন সতর্কবার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (১৮ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তা জনস্বার্থে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি (Bhumi)’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দাখিলা, খতিয়ান ও ডিসিআরের সঙ্গে সংযুক্ত কিউআর কোড যাচাইয়ের ক্ষেত্রে শুধু ‘ভূমি (Bhumi)’ অ্যাপের কিউআর স্ক্যানার ব্যবহার করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করলে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে।

কিউআর কোড স্ক্যান করার সময় কোনো ধরনের অস্পষ্টতা, তথ্যগত ত্রুটি কিংবা প্রদর্শিত তথ্য ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বরে (১৬১২২) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান ও ডিসিআর প্রস্তুত কিংবা ব্যবহার করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়