বিশেষ বিধান আইনের আওতায় বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় সম্পাদিত চুক্তিগুলোর পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত প্রতিবেদনটি পর্যালোচনার জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে। বিভাগীয় পর্যালোচনা শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এর আগে গত বছরের ২ নভেম্বর জাতীয় কমিটি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছিল।
জাতীয় কমিটির প্রধান ছিলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি জানান, পর্যালোচনায় বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোতে ব্যাপক দুর্নীতি, যোগসাজশ, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের (আইপিপি) সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় এসব অনিয়ম ধরা পড়ে।
তিনি বলেন, “অন্তর্বর্তী প্রতিবেদন জমার পর জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা ছিল, যা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে।”
ঢাকা/এএএম/এসবি