রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
৮, ০, ৩, ৬ ও ৩। রাজশাহী ওয়ারিয়র্সের মিডল অর্ডারের ৫ ব্যাটসম্যানের রানের স্কোর। স্কোরবোর্ডের চিত্র যখন এমন হয় দলের সামগ্রিক ফল অনুমান করা যায় সহজেই।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১৩৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিং ভালো না হলেও বোলিংয়ে তীব্র লড়াই করে রাজশাহী। এই ম্যাচেও তার ব্যতিক্রম হলো না।
চট্টগ্রামকে কঠিন সময় দিয়ে রাজশাহীর বোলাররা লড়াই করলো। তাতে অবশ্য কাজ হয়নি। ৩ বল আগে ৬ উইকেটের দারুণ জয়ে রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম। চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতার গত আসরে ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল। এবার কী তারা শিরোপার দেখা পাবে? শুক্রবার পাওয়া যাবে সেই উত্তর।
ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য রাজশাহী পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। আগামীকাল ম্যাচটি মিরপুরেই হবে। যারা জিতবে তারা হবে চট্টগ্রামের ফাইনালের সঙ্গী।
ব্যাটিংয়ে ব্যর্থ রাজশাহীর হয়ে এদিন সর্বোচ্চ ৪১ রান করেন তানজিদ হাসান। ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করেন ২ চার ও ১ ছক্কায়। উদ্বোধনী জুটিতে ৩০ রান করার পর ধস নামে রাজশাহীর ইনিংসে। শান্ত (৮), মুশফিকুর (০), আকবর (৩), নিশাম (৬) ও বার্ল (৩) আউট হন দ্রুত। শেষ দিকে তাদের হাল ধরেন আব্দুল গাফফার সাকলায়েন। ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন। এছাড়া রিপন মন্ডলের আসে ১০ রান। চট্টগ্রামের আট বোলার হাত ঘুরিয়েছেন। প্রত্যেকেই পেয়েছেন উইকেট।ন ২টি করে উইকেট পান মাহেদী হাসান ও আমের জামাল।
জবাব দিতে নেমে অনেকটাই ধীর গতিতে ব্যাটিং শুরু করে চট্টগ্রাম। পাওয়ার প্লে’তে মাত্র ৩১ রান তোলে তারা। উইকেট আগলে চলে তাদের ব্যাটিং। প্রথম ১০ ওভারে তাদের রান বিনা উইকেটে ৫২। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮২ রান প্রয়োজন হয় তাদের। সেটাও অনায়েসে তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মির্জা বেগ। এছাড়া নাঈম শেখ করেন ৩০ রান। শেষ দিকে ২ ছক্কায় ৯ বলে ১৯ রান তুলে মাহেদী হাসান জয়ের কাজটা সহজ করে দেন। অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের অধিনায়ক হয়েছেন ম্যাচ জয়ের নায়ক।
রাউন্ড রবিন লিগে চট্টগ্রাম ও রাজশাহী মুখোমুখি লড়াইয়ে একবার করে জয় পেয়েছিল। কোয়ালিফার ম্যাচে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম শুধু এগিয়েই গেল না, ফাইনালও নিশ্চিত করেছে। এবার তাদের কেবল শিরোপার অপেক্ষা।
ঢাকা/ইয়াসিন/বকুল