ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিএসএলকে বিদায় জানালেন মালিক, করলেন যে অঙ্গীকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২০ জানুয়ারি ২০২৬  
পিএসএলকে বিদায় জানালেন মালিক, করলেন যে অঙ্গীকার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য পথচলার ইতি টানলেন শোয়েব মালিক। সাবেক পাকিস্তান অধিনায়ক মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ও উন্নয়নে কাজ করার আগ্রহ যে থেমে যাবে না, সেটিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় মালিক লেখেন, “পিএসএলের ১০ বছরে একজন খেলোয়াড় হিসেবে মাঠে ও মাঠের বাইরে কাটানো প্রতিটি মুহূর্ত এবং গড়ে ওঠা প্রতিটি বন্ধুত্ব আমি হৃদয়ে লালন করব। এখন সময় এসেছে বিদায় বলার।”

আরো পড়ুন:

তবে একই সঙ্গে তিনি জানান, ক্রিকেটের কল্যাণে কাজ করার প্রতি তার ‘আবেগ ও প্রেরণা’ সবসময় অটুট থাকবে।

পিএসএলে নিজের ক্যারিয়ারে শোয়েব মালিক প্রতিনিধিত্ব করেছেন করাচি কিংস, মুলতান সুলতান্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ১০ বছরের এই যাত্রায় তিনি খেলেছেন মোট ৯৩টি ম্যাচ। যেখানে ৩৩.০৯ গড়ে এবং ১২৭.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ২,৩৫০ রান। তার ব্যাট থেকে এসেছে ১৫টি অর্ধশতক- যা পিএসএলের ইতিহাসে তাকে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মালিকের অবসর ঘোষণাটি এলো এমন এক সময়ে, যখন পিএসএল প্রবেশ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত তারকাবহুল নিলামের মাধ্যমে হায়দরাবাদ ও শিয়ালকোট; এই দুটি নতুন দল যুক্ত হওয়ায় লিগের পরিধি আরও বড় হয়েছে।

সব মিলিয়ে আসন্ন ১১তম আসরে পিএসএল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। এবার আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়