আচরণবিধি ভঙ্গ: ৯৪ মামলায় ৯ লাখ টাকার বেশি জরিমানা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় ৯৪টি মামলায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি সংসদীয় আসনে ১৪৪টি আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯৪টি মামলা করা হয়েছে।এসব মামলার বিপরীতে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”
আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতিটি আসনে রিটার্নিং অফিসার আছেন।যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সব ধরনের ক্ষমতা পেয়েছেন।এছাড়া প্রতিটি আসনে ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারিক কমিটি রয়েছে, যেখানে জেলা ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা দায়িত্ব পালন করছেন। মোবাইল কোর্ট প্রতিদিন পরিচালিত হচ্ছে। প্রতিদিনই গড়ে ৫০–৬০টি মামলা রুজু হচ্ছে কোথাও জরিমানা, কোথাও শোকজ করা হচ্ছে।”
জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “আমরা কোন দল নিষিদ্ধ করার বিষয়ে কোন আদেশ পাইনি। যারা নিবন্ধিত ও মনোনয়নপ্রাপ্ত, তারা নির্বাচন করবেন। তফসিলের পরে এমন দাবি উঠতেই পারে, তবে আইন অনুযায়ীই সব হবে।”
ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে তিনি বলেন, “নিশ্চয়তা শতভাগ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং বিএনসিসি মোতায়েন থাকবে যেন ভোটাররা নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন।”
ঢাকা/এসআই/এসবি