ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে আইশার প্রো সিরিজের ট্রাক

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৮ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে আইশার প্রো সিরিজের ট্রাক

আইশার প্রো সিরিজের ট্রাক

অর্থনৈতিক প্রতিবেদক : ভলভো-আইশার প্রো সিরিজের পণ্যবাহী গাড়ি পাওয়া যাবে এখন বাংলাদেশের বাজারে।
আইশার এ নতুন প্রজন্মের হালকা ও মাঝারি পণ্যবাহী গাড়ির শুভ যাত্রা হয়ে গেলো শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

 

নতুন ব্রান্ডের পণ্যবাহী এই যানটি বাংলাদেশে বাজারজাত করবে ‘রানার গ্রুপ’।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে আইশার প্রো ১০০০ এবং আইশার প্রো ৩০০০ হাজার সিরিজে হালকা ও মাঝারি পণ্যবাহী ট্রাকের শুভ সংযোজন করেন ভলবো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস) ইমানুয়েল লিভেশা। তার সঙ্গে ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ৫ থেকে ১৪ টনের ট্রাকের সেগমেন্টে আইশার প্রো-১০০০ পে লোডের ক্ষেত্রে বিশেষ ভাবে নির্মিত একটি ট্রাক। বিখ্যাত ই-৪৮৩ ইঞ্জিন দ্বারা পরিচালিত এ গাড়ির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক কম। দুই মিটার প্রশস্ত অ্যারো-ডায়নামিক কেবিন যাত্রী এবং চালকদের প্রশান্তিতে সহায়ক হবে।

 

আইশার প্রো-৩০০০ সিরিজের ট্রাকগুলো ১০ থেকে ১৫ টন বহন ক্ষমতা সম্পন্ন। সম্পূর্ণ নতুন প্রজন্মের মিডিয়াম ডিউটি ট্রাক, যা এই ব্রান্ডের পুরনো অভিজ্ঞতাকে বদলে দেবে। উদ্যোক্তারা বলেন উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রাক দরকার এমন ক্রেতাদের সমানে রেখেই ডিজাইন করা হয়েছে।

 

আইশার প্রো-৩০০০ ভারতীয় নিরাপত্তা ইসিআর-২৭ দ্বারা পরীক্ষিত। নতুন প্রজন্মের ২ দশমিক ১ মিটার স্লিপার কেবিন ও ড্রাইভিং সুবিধার জন্য ৬ ধরনের অ্যাডজাস্টেবল সিট রয়েছে। রয়েছে বিশ্রামের সরঞ্জাম ও ক্রুজ কন্ট্রোল। যা বাংলাদেশে এই প্রথম। ট্রাকগুলো জ্বালানি সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী মজবুত ইঞ্জিন দিয়ে তৈরি।

 

লিভেশার বলেন, ভলবো-আইশার কমার্শিয়াল ভেহিকেলের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা বাংলাদেশের ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।

 

লিভেশার বলেন, ভলবো আইশা’র কমার্শিয়াল ভেহিকেলের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ন বাজার এবং এর ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ও করবে। এদেশে আইশার ব্র্যান্ডের একটা শক্তিশালী উপস্থিতি দেখে আমরা খুবই আনন্দিত। সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও প্রকৌশল সমৃদ্ধ এবং সর্বোত্তম জ্বালানি সাশ্রয়ী যান হিসেবে আইশার ব্র্যান্ডের ট্রাক ও বাস আমাদের ক্রেতাদের সন্তুষ্টি এবং ক্রমবর্ধমান উর্ধ্বমূখী চাহিদা পূরণের লক্ষ্যে আরো এগিয়ে যাবে । আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখব। 

 

তিনি বলেন, বাংলাদেশে আইশার ট্রাকের পরিবেশক হিসাবে আমরা রানার মোটরস লিমিডেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। রানার গ্রুপ তথা রানার মোটরস লিমিটেড বাংলাদেশের সু-প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠান যা গত ১৪ বছর ধরে বাংলাদেশে তাদের সুনাম ও আস্থা বজায় রেখেছে।

 

অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমার খান, আইশারের ভাইস চেয়ারম্যান অনুরাগ ভোরাসহ রানারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৪/মামুন/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়