ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টিউলিপে ভালোবাসা

রফিক সরকার, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
টিউলিপে ভালোবাসা

নজরকাড়া ফুল টিউলিপ। ছবি: রফিক সরকার

গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন দম্পতির মৌমিতা ফ্লাওয়ার্সে মুগ্ধতা ছড়াচ্ছে শীত প্রধান দেশের নজরকাড়া ফুল টিউলিপ। ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রাম। ১ বিঘা জমিতে ফুটেছে ১২ জাতের ৬ রংয়ের ৭০ হাজার টিউলিপ। আর মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ দেখে মনে হবে এ যেন শ্রীপুরের বুকে একখণ্ড নেদারল্যান্ড। উদ্যোক্তা দম্পতির প্রত্যাশা বিশ্ব ভালোবাসা দিবসে তাদের টিউলিপ বাগানে প্রায় সাড়ে তিন হাজার প্রেমিক-প্রেমিকা জুটি দর্শনার্থী ছাড়াও অন্যান্য দর্শনার্থীরা টিউলিপ ফুলের বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসবেন। এতে শুধু টিউলিপ দর্শন বাবদ প্রায় লাখ টাকা আয় করা যাবে।এছাড়াও দিবসটি উপলক্ষে ওই বাগানের টিউলিপ ৫ লাখ টাকা বিক্রি করার প্রত্যাশা করছেন তারা। বিশ্ব ভালবাসা দিবসে দেলোয়ার ও সেলিনার মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ বাগান নিয়ে রাইজিংবিডির প্রতিনিধি রফিক সরকারের ক্যামেরায় তোলা এমনই কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের ফটোফিচার। 

ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রাম

মৌমিতা ফ্লাওয়ার্সে মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ

টিউলিপ বিক্রিতে ব্যস্ত মৌমিতা ফ্লাওয়ার্সের কর্মীরা

দেলোয়ার ও সেলিনার মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ বাগান

 টিউলিপ কিনছেন ক্রেতারা

উদ্যোক্তা দম্পতির প্রত্যাশা, বিশ্ব ভালোবাসা দিবসে তাদের টিউলিপ বাগানে প্রায় সাড়ে তিন হাজার প্রেমিক-প্রেমিকা জুটি দর্শনার্থী ছুটে আসবেন

/রফিক/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়