ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘ সরিয়ে ঝলমলে তমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১০ মার্চ ২০২৩   আপডেট: ১০:২২, ১০ মার্চ ২০২৩
মেঘ সরিয়ে ঝলমলে তমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এক যুগের অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় দেখা গেছে তাকে। রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকদের নজর কাড়েন তিনি। মাঝে কাজের চেয়ে বিয়েবিচ্ছেদ নিয়ে অধিক সময় খবরের শিরোনাম হয়েছেন। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন এই অভিনেত্রী।

গত ৩ মার্চ মুক্তি পায় তমা অভিনীত ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্মটি পরিচালনা করেন রায়হান রাফি। লোভ, কাম, হিংসা, নৃশংসতা ও আতংকের গল্পে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তমা। নেটিজেনদের মতে— এর আগে তমাকে এ রকম ভয়ংকর এবং ভিন্নধর্মী চরিত্রে দেখা যায়নি। সময়ের আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তমা মির্জার অভিষেক ঘটে। তারপর সিনেমায় নিয়মিত অভিনয় করেন। সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার প্রথম সারির নায়ক শাকিব খান, আমিন খান, কাজী মারুফ, রোশানসহ অনেককে

 

২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করেন তমা মির্জা। এটি পরিচালনা করেন শাহনেওয়াজ কাকলী। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি  

 

২০২২ সালে ‘আনন্দী’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তমা মির্জা। এটি পরিচালনা করেন মাহমুদ হাসান শিকদার। এতে তার সহশিল্পী ছিলেন রোশান। একই বছর ‘৯ এপ্রিল’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন তমা। এতে তার সহশিল্পী ছিলেন সোহেল মণ্ডল, জাকিয়া বারী মম

 

কিছু দিন আগে রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তমা মির্জা। এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে।

 

২০১৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তমা মির্জা। ২০২০ সালের শেষের দিকে তাদের সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। এই দম্পতির পারিবারিক বিরোধ মামলা পর্যন্ত গড়ায়। দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তমা। তবে সবকিছু ছাপিয়ে এখন রুপালি পর্দায় আলোর দ্যুতি ছড়াচ্ছেন তমা

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়