জনসভা মঞ্চে শেখ হাসিনা
প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ নভেম্বর: জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দি উদ্যানের জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুপুর ৩টা ৩৩ মিনিটে সভামঞ্চে উঠে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
এসময় নেতাকর্মীদের ‘নৌকা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।
শনিবার দুপুর ২টা ৩৩ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ছাড়াও মহাজোটের নেতা-কর্মীরা সকাল থেকেই জনসভাস্থলে এসে ভীড় জমিয়েছেন।
এর আগে রাজধানী এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে সোহরাওয়ার্দি উদ্যান অভিমূখে রওনা হন। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে মিছিল স্লোগানে মুখরিত করে তোলেন জনসভার স্থান এবং আশপাশের এলাকা।
রাইজিংবিডি/ এনআর/এসএম/এসআইএল
রাইজিংবিডি.কম