ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ রোপণ কর্মসূচি আ.লীগের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৪ জুন ২০২১  
বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ রোপণ কর্মসূচি আ.লীগের 

বজ্রপাতে প্রাণহানি কমাতে দেশব্যাপী তালগাছ রোপণ করছে আওয়ামী লীগ। মুজিববর্ষে সারাদেশে বৃক্ষরোপণের যে কর্মসূচি শুরু করেছিলো দলটি, এই পদক্ষেপ তারই অংশ বলে জানিয়েছেন দলের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

বুধবার (২৩ জুন) কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকায় তালগাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় দেলোয়ার হোসেন বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে পারি। মুজিব শতবর্ষে আওয়ামী লীগ সরকার এক কোটি বৃক্ষরোপণ করেছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে।’

‘জলবায়ু ঝুঁকির মধ্যে বজ্রপাতে মৃত্যু বেড়েছে। এই প্রাণহানি রোধে পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন উচু বৃক্ষের অভাবে বজ্রপাতে মৃত্যু বেড়েছে। তালগাছ একটি উচু বৃক্ষ। তালগাছ বজ্রপাত প্রতিরোধ করতে পারে। সারাদেশে যেখানে বজ্রপাত বেশি হয় সেসব এলাকায় আমরা তালগাছ রোপণ করবো।’

তালগাছের চারা অপ্রতুলতার কথা জানিয়ে তিনি বলেন, ‘তালগাছের চারা খুব কম পাওয়া যায়। এজন্য আমরা এক বছর পরিচর্চা করে গাছগুলো তৈরি করেছি। তালগাছ বেশি লাগালে প্রাণহানি কমানো যাবে।‘

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক বলেন, ‘আমরা ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন ও পরিবেশ উপকমিটির পক্ষ থেকে দেশের দু’তিনটি জেলা চিহ্নিত করেছি, যেখানে বজ্রপাত বেশি। সেই জেলাগুলোতে মানুষকে সচেতন করতে এবং উদ্বুদ্ধ করতে তালগাছ রোপণ করবো।’ 

পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়