ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাশরাফির সহযোগিতায় ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩১, ৫ আগস্ট ২০২১
মাশরাফির সহযোগিতায় ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগ বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ক‌রে‌ছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

আরো পড়ুন:

উদ্বোধনী বক্তৃতায় ছাত্রলীগ সভাপতি জয় বলেন, দেশে করোনা মহামারির শুরু থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবার আগে এগিয়ে এসেছে। যে কার্যক্রম এখনো অব্যাহত আছে।

এ সময় তিনি তারুণ্যের আইকন মাশরাফি বিন মুর্তজার জেলা নড়াইলের ছাত্রলীগের নেতাদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা ও টিকা কেন্দ্রে আগত ব্যক্তিদের সহযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানান।

লেখক ভট্টাচার্য বলেন, আগামী ৮ আগস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করতে যাচ্ছে। 

‘এদেশের মানুষকে ভালো রাখতে হলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।  সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনবাজি রেখে কাজ করছে।’ 

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নড়াইল জেলা ছাত্রলীগ এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু করেছে। 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা জেলা ছাত্রলীগের অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। আক্রান্ত রোগীদের পক্ষ থেকে হটলাইনে যোগাযোগ করলে জেলা ছাত্রলীগের কর্মীরা রোগীদের সিলিন্ডার পৌঁছে দেবে।

এছাড়া, করোনাভাইরাসের টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণে জনসাধারণকে উৎসাহিত করতে নড়াইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবে। ইতোমধ্যে এলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে।

বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন ও শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভার সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

বক্তব্যের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে, আমরা বৈশ্বিক সংকটময় একটি সময় অতিবাহিত করছি।  এই সময়ে নিজের পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকার সবার খবর রাখতে হবে।  নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে।  

এ সময় তিনি শহীদ শেখ কামালের জীবনী থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

পারভেজ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়