ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৮ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৩৩, ১৮ আগস্ট ২০২১
দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। 

বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

আরো পড়ুন:

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বেগম খালেদা জিয়ার টিকা নিতে যাওয়া বিষয়টি চিঠি দিয়ে বিএনপির পক্ষে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানানো হয়।

গত ১২ জুলাই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান ‘সুরক্ষা’ ওয়েবসাইটে খালেদা জিয়ার করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেন। মোবাইলে মেসেজ আসলে নির্ধারিত ১৯ জুলাই রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন বেগম খালেদা জিয়া। তিনি আমেরিকার তৈরি মডার্নার টিকা নিয়েছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসকদের পরামর্শে ১৯ জুন তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।  

 /সাওন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়