একরামকে সদস্য, সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আ.লীগের কমিটি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ির পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি অনুমোদন করছেন।
এতে আগের কমিটির সভাপতি একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। তার সঙ্গে দুই যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অ্যাডভেকেট শিহাব উদ্দিন শাহিন, মো. সহিদউল্লাহ খান সোহেল। কমিটিতে সদস্য পদ রয়েছে ৮৪টি। এর মাধ্যমে ৪টি পদ খালি রাখা হয়েছে।
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা এবং একরামুল করিমের মধ্যে সম্প্রতি কথার রাজনীতি, সংঘর্ষ টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়।
ঢাকা/পারভেজ/ইভা