ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

খালেদা জিয়া অধিকারবঞ্চিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১০ ডিসেম্বর ২০২১  
খালেদা জিয়া অধিকারবঞ্চিত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। তিনি মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনিও আজ মানবাধিকার, চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকসোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজ এখানে আপনারা গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কথা শুনেছেন। গত ৮ বছর ধরে আমরা এই পরিবারগুলোর কান্না শুনেছি। আমরা শিশুদের কান্না শুনেছি। এখনও তাদের শিশুরা অপেক্ষা করে থাকে, কখন বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বার বার এ কথা বলার আর প্রয়োজন নেই যে, বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’

তিনি বলেন, ‘একটা কথা খুব পরিষ্কার—মানবাধিকার ও গণতন্ত্র এই দুইটা পরস্পরের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কোনোদিন রক্ষা হতে পারে না, আর মানবাধিকার ছাড়া কখনো গণতন্ত্র চলতে পারবে না।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারজানা শারমিনের সঞ্চালনায় সেমিনারে গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরী ইসলাম, আবদুস সালাম, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টান্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে ইংরেজিতে লেখা ‘Disenfrenchenchisment under the authorian regime’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয়।

সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়