ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:২০, ২৪ ডিসেম্বর ২০২১
‘লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি করতে হবে’

জিএম কাদের (ফাইল ফটো)

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এ দাবি করেন। 

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে  ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাপা চেয়ারম‌্যান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।  দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব‌্যবস্থা করতে হবে।

তিনি বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে  নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। 

এদিকে, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়