ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন না হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১০ মার্চ ২০২৩  
ডাকসু নির্বাচন না হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা: কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিয়মিত নির্বাচন করতে না পারাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্বাচন করার দায়িত্ব তাদের। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। প্রতিবছরই নির্বাচন হওয়ার কথা। নিযমিত নির্বাচন করতে না পারাটা তাদের (বিশ্ববিদ্যালয়ের) ব্যর্থতা।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অরাজনৈতিক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতির বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল বলেছিলেন, আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না। পকেটের রাজনীতি করে বিএনপি। শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।’

‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, সে সময় তারা যে জীবন-যাপন করেছে, এখনও তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে পলাতক অবস্থায় আয়েশি জীবনযাপন করছে। সেখানে তাদের আয়েশি জীবন-যাপনের কথা আওয়ামী লীগকে বলা শোভা পায় না। তারা নিজেদের পকেটের উন্নয়নের রাজনীতি করেন এবং শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেন। কে কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যা করছি, মানুষের জন্য করছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য করছি। যারা লুটপাট করেছে, তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে আজ তারা ক্ষমতায় নেই।’

বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এখন যেখানে আছেন, সেটা হচ্ছে আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে, তার সাজা বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে। এটা তার মহানুভবতা। শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন, কী রাজনীতি করবেন, সেটা এখন আদালতের জাজমেন্টের ওপর নির্ভর করে।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

পারভেজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়