রাজধানীতে হারিকেন মিছিলে পুলিশের বাধা

বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী হারিকেন মিছিল বের করেছে এবি যুব পার্টি। পুলিশ বাধা দিলে হারিকেন ছাড়াই মিছিল শেষ করে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হলে পুলিশ এতে বাধা দেয়। পুলিশ এবি যুব পার্টির নেতাকর্মীদের কাছ থেকে হারিকেন সরিয়ে নেয়। পরে এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা হারিকেন ছাড়াই কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচা সংলগ্ন এনবিআর ভবনের সামনে এসে মিছিল শেষ করেন।
পরে তারা এবি পার্টি কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত পথসভা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী।
সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, এবি যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, রাশেদা আক্তার মিতু, সহকারী সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, শীলা আক্তার, এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবনেতা রাশেদুল ইসলামসহ এবি পার্টি ও যুব পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।
নঈমুদ্দীন/রফিক
আরো পড়ুন