বিএনপি স্বৈরশাসন কায়েম করতে চায় : নাছিম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামাবলী পড়ে গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে। এরা গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে দেশে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায়।
তিনি বলেন, ‘এদের সকল ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো আমাদের স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করা। এরা আমাদের অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করতে চায়। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই লক্ষ্য থেকে বিচ্যুত করে তারা দেশে তালিবানি শাসন কায়েম করতে চায়।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে (এ ব্লক) নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের নেত্রী হিসেবে সমাদৃত। আজকে যখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শেখ হাসিনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক তখনই বিএনপি-জামায়াত শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘তারা দেশের ১৬ কোটি মানুষকে বিশ্ব দরবারে অসম্মানিত করতে চায়। এরা দেশের ভিতর ও বাহিরের ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে তাকে শেষ করার চেষ্টা করছে। এ বিএনপি-জামায়াত ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। এখন তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে নিঃশেষ করতে চায়।’
নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তিনি দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৮১ সালে ১৭ মে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঐক্যের প্রতীক হিসেবে, বাঙালি জাতির মুক্তির প্রতীক হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান। খুনিদের উত্তরাধিকার ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরে আসায় আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। তিনি সামরিক জান্তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেছেন।’
গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২১ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বাংলার মানুষ খুনীদের সকল চক্রান্ত ধ্বংস করে দিয়েছে। তিনি কোনো শক্তির কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা হলেন সংগ্রামী ও আপসহীন। কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়; তা শেখ হাসিনা জানেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই সোনার বাংলাদেশে আর কখনো যদি কেউ তৃতীয় কোন শক্তির মাধ্যমে গণতন্ত্র হত্যার চেষ্টা করে তাদের আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। তাদের প্রতিহত করার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে পবিত্র সংবিধান সমুন্নত রাখব।’
এ সময় বিএনপি-জামায়াতের সকল অপকর্ম ও ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ এবং বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ম আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, উত্তরের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এবং দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বক্তব্য রাখেন।
এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পারভেজ/বকুল