ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

‘দুঃশাসনের অবসান ঘটাতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
‘দুঃশাসনের অবসান ঘটাতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যুবকদের ধর্ম। ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটাতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির দুই দিনব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সভার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে নানা কৌশলে তরুণ ও যুবকদের নৈতিক চরিত্রও তারা ধ্বংস করে দিয়েছে। দেশের জনসংখ্যার ৪০ শতাংশ যুবক হলেও উন্নয়ন এজেন্ডায় এখনো তাদের অগ্রাধিকার নেই। সরকার দেশের বিশাল যুবসম্পদকে আশাহীন-স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিণত করেছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে। এদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের নানা অপতৎপরতার সহযোগী ও লাঠিয়ালে পরিণত করছে।

প্রতিনিধি সভার শেষ দিনে বাবর চৌধুরীকে আহ্বায়ক ও মীর রেজাউল আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শাহাদাৎ হোসেন খোকনকে যুগ্ম আহ্বায়ক ও মো. স্বাধীন মিয়াকে যুগ্ম সচিব করা হয়েছে।

প্রতিনিধি সভায় যুব আন্দোলনের দাবিনামা চূড়ান্ত করা হয়। সভায় গৃহীত প্রস্তাবে যুবদের কর্মসংস্থান সৃষ্টি, অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ যুব আন্দোলনের ডাক দেওয়া হয়।

প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, সাইফুল ইসলাম প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়