ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ডোনাল্ড লুর চিঠি অগ্রহণযোগ্যই নয়, কূটনৈতিকভাবে অশিষ্ট’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৫ নভেম্বর ২০২৩  
‘ডোনাল্ড লুর চিঠি অগ্রহণযোগ্যই নয়, কূটনৈতিকভাবে অশিষ্ট’

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু’র চিঠি সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় বলা হয়েছে, একটি স্বাধীন দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে অন্য কোনও দেশের একজন কর্মকর্তা এভাবে চিঠি দিতে পারে কি না, সে বিষয়ে নিঃসন্দেহে প্রশ্ন করা যায়। চিঠিতে যেমন সংলাপের কথা বলা হয়েছে, তেমনি আবার ভিসানীতি প্রয়োগের ভয় দেখানো হয়েছে। এ ধরনের চিঠি কেবল অগ্রহণযোগ্যই নয়, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অশিষ্ট।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর নিজস্ব কার্যাল‌য়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আ‌য়ো‌জিত পলিটব্যুরোর সভায় একথা বলা হয়।

পার্টির সভার প্রস্তাবে ডোনাল্ড লু’র চিঠিকে দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করে বলা হয়, বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনকেই সংশয়পূর্ণ করেছে। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বিদেশি এ ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনকে দখল করার আহ্বান জানিয়েছে।

সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নূর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, আলী আহম্মদ এনামুল হক, অধ্যাপক নজরুল হক নীলু, হাজী বশিরুল আলম, মোস্তফা লুৎফুল্লা এমপি আলোচনায় অংশ নেন।            

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়