ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মধ্যপ্রাচ্যের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন ইব্রাহিম রাইসি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২০ মে ২০২৪  
‘মধ্যপ্রাচ্যের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন ইব্রাহিম রাইসি’

ইব্রাহিম রাইসি ও গোলাম মোহাম্মদ কাদের

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিসহ শীর্ষ নেতাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার (২০ মে) এক শোকবার্তায় ইব্রাহিম রাইসিসহ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিএম কাদের। একই সঙ্গে ইরানের সরকার ও সে দেশের জনসাধারণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন তিনি।

শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেছেন, ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদে আমরা স্তম্ভিত ও শোকাহত। এমন হৃদয়বিদারক সংবাদ মেনে নেওয়া সহজ নয়। ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। ইব্রাহিম রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাম্যান্য অবদান রেখেছেন। কর্মের মাঝেই অমর হয়ে থাকবেন ইব্রাহিম রাইসি। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন ইব্রাহিম রাইসি। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেছেন, ইরানের সরকার ও সে দেশের জনগণ অবশ্যই এই শোক কাটিয়ে ইরানকে আরো এগিয়ে নেবে।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়