ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

‘রিজার্ভ নিয়ে কী ঘটেছে, তা স্পষ্ট করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৪ মে ২০২৪  
‘রিজার্ভ নিয়ে কী ঘটেছে, তা স্পষ্ট করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহল থেকে নানা বক্তব্য আসছে। অপরদিকে, ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কী ঘটেছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

শুক্রবার (২৪ মে) রাজধানীর নোয়াখালী টাওয়ারে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু ফিলিস্তিনের নয়। মসজিদুল আকসা টোটাল মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদ রক্ষা করার জন্য ওআইসিসহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

তিনি আগামী ৩১ মে রাজধানীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে গণমিছিল সফল করার জন্য শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন—আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, কে এম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানসহ, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এম এম শোয়াইব প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়