প্রত্যয় স্কিম
আলোচনা ভালো হয়েছে: নিজামুল হক

শনিবার শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধিদল
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বৈঠকে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় বৈঠকের পর বেরিয়ে যাওয়া মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে, জানিয়ে নিজামুল হক বলেন, খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলব।
শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে কথা বলে, শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেবো।
শনিবার বেলা ১১টার দিকে শিক্ষকনেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধিদল। বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
পারভেজ/রফিক