ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩১, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৫৬, ৭ জানুয়ারি ২০২৫
লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া

হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দনে অবস্থান করা কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে ওঠেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা। ছবি: রাইজিংবিডি।

লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার শেষমুহূর্তে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ওঠেন। এর আগে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে রাত ১১টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। 

আরো পড়ুন:

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা জানিয়েছেন, সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন। প্রয়োজন হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। 

ঢাকা/সুকান্ত/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়