ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন স্বপ্ন নিয়ে তরুণদের রাজনৈতিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫  
নতুন স্বপ্ন নিয়ে তরুণদের রাজনৈতিক যাত্রা শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নতুন স্বপ্ন নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে তরুণদের রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়।

আরো পড়ুন:

নবগঠিত দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন। এ সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

এদিন দুপুর থেকে ছাত্র-জনতার ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউতে। তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তরুণদের নতুন এই দলের নাম নির্ধারণ করা হয় ‘জাতীয় নাগরিক পার্টি’। যার ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়