ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

রেজাউল করীম

আশুরায় উজ্জীবিত হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৬:২৬, ৬ জুলাই ২০২৫
আশুরায় উজ্জীবিত হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

আশুরার চেতনায় উজ্জিবিত হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে তি‌নি এ কথা ব‌লেন।

মুফতি রেজাউল করীম বলেন, “আশুরা ইসলাম শুধু না বরং বিশ্বের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। অনেক জালিমের পতন হয়েছে এই দিনে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতি‌বিজড়িত এই আশুরা দিবস। আশুরার এই দিনে হজরত হোসাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের ‘কারবালা’ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”

আরো পড়ুন:

আশুরার রাজনৈতিক দিকের সাথে সাথে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ ক‌রে দল‌টির আমির বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এইদিন অতিবাহিত করা উচিৎ।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়