ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প‌বিত্র আশুরা: জাতীয় পার্টির আলোচনা ও দোয়া

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৬ জুলাই ২০২৫  
প‌বিত্র আশুরা: জাতীয় পার্টির আলোচনা ও দোয়া

পবিত্র আশুরা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে কারবালা স্মর‌ণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আ‌য়োজন ক‌রে‌ জাতীয় পা‌র্টি।

আলোচনা সভা শে‌ষে দেশ, জা‌তি মুসলমান‌দের জন‌্য বি‌শেষ দোয়া মোনাজাত করেন জাপা নেতা ক্বারী ইছারুহুল্লাহ আসিফ।

আরো পড়ুন:

রবিবার (৬ জুলাই) সন্ধ‌্যায় জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে অনু‌ষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ‌্যাড‌ভো‌কেট রেজাউল ইসলাম ভূঁঞা, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব সামসুল হক, লিয়াকত হোসেন চাকলাদার, হেলাল উদ্দিন, জুবের আলম খান রবিন।

এ সময় নেতারা ব‌লেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌ‌হিত্র ইমাম হোসাইন রা‌দিয়াল্লাহু আনহুর শাহাদত সব ধর‌নের লোভ লালসা ও প্রতিকূলতা সত্ত্বেও জীবন দি‌য়ে সত‌্য ও ন‌্যা‌য়ের প‌থে অবিচল থাকার উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম হোসাইনের শাহাদা‌তের আদর্শ অনুসরণ ক‌রে আমা‌দের ব‌্যক্তি জীবন উদ্ভা‌সিত কর‌তে হ‌বে। বৈষম‌্যমুক্ত সমাজ ও কল‌্যাণকর রাষ্ট্র গঠন কর‌তে এভা‌বেই নি‌জে‌দের উৎসর্গ কর‌তে হ‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাপা নেতা আবু নাসের বাদল, শেখ সারওয়ার, শেখ মোহাম্মদ শান্ত, মো. নজরুল ইসলাম, আরিফুল ইসলাম রুবেল, আব্দুল কুদ্দুস মানিক, ফজলুল হক বাবু, সৈয়দ মনিরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, মো. রওশন আলী, হুমায়ুন মজুমদার, মো. হাবিব, আব্দুল হাই ডালিম, আবু সাঈদ মনির সরকার, এস এম ইকবাল আহমেদ, শাহজাদা নীরব, মো. জুয়েল, জহিরুল হক রিপন, মো. সাইফুর রহমান ইমন, এমদাদুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম তালুকদার, কে এম সোলায়মান প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়