ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১১ জুলাই ২০২৫   আপডেট: ২১:৩৯, ১১ জুলাই ২০২৫
পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনা‌কে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার স‌ঙ্গে তুলনা ক‌রে‌ছেন বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর সে‌ক্রেটা‌রি জেনা‌রেল অধাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১১ জুলাই) তার ভে‌রিফায়েড ফেসবুক পে‌জে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন।

আরো পড়ুন:

গোলাম পরওয়ার লি‌খেছেন, রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে।

এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।

“এরা যে রাজনীতির কথা বলে-সেই রাজনীতিতে জনগণের জান-মাল কতটা নিরাপদ? যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায়, তবে রাষ্ট্র কিংবা জনগণ—কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না,” ব‌লেও ম‌নে ক‌রে জামায়া‌তের এই শীর্ষ‌নেতা।

তিনি ব‌লেন, এসব নৃশংস ঘটনার মধ‌্যদি‌য়ে আবার সেই ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়