ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামলায় জড়িতদের বিচার দা‌বি 

নু‌রের চিকিৎসা ও বিচারে বিলম্ব কাম্য নয়: জামায়া‌ত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৫
নু‌রের চিকিৎসা ও বিচারে বিলম্ব কাম্য নয়: জামায়া‌ত

গত ২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী। একইস‌ঙ্গে গণঅ‌ধিকা‌র প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ক‌রে‌ছে দল‌টি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন নুরের স‌ঙ্গে সাক্ষা‌তের পর দল‌টির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবা‌দিক‌দের এই দা‌বি জানান।

আরো পড়ুন:

জামায়া‌তের সেক্রেটারি জেনারেল ব‌লেন, “২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হ‌বে। এ ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদান করে—এ দাবি জানাই।”

এর আগে তি‌নি দ‌লের পক্ষ থে‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে যান। নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

নু‌রের চি‌কিৎসা প্রস‌ঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নূরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি দ্রুত তা বাস্তবায়ন করবেন।”

সেক্রেটারি জেনারেল বলেন, “চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়