ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিবন্ধন ও প্রবাসী ভোট নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৫  
নিবন্ধন ও প্রবাসী ভোট নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলটির নিবন্ধন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং আরো একজন নেতা।

আরো পড়ুন:

বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা জানান, জাতীয় নাগরিক পার্টি দলীয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদন করেছে এবং তা এখন প্রক্রিয়াধীন। কমিশনের সিনিয়র সচিবের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট রিপোর্ট কমিশনে জমা পড়ছে।

তিনি বলেন, “কমিশন জানিয়েছে, এই রিপোর্টগুলো যাচাই-বাছাই করে এ মাসের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু এনসিপি নয়, যেসব দল ইতোমধ্যে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে এবং যাদের রিপোর্ট ইতিবাচক এসেছে, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত জানানো হবে।”

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে, সেই প্রসঙ্গেও আলোচনা হয় বৈঠকে।

মুসা বলেন, “বিশেষ করে নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর সঙ্গে ইসির এই সংলাপ গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি।”

প্রবাসী ভোটারদের বিষয়েও কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কমিশন আমাদের জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে থাকা ভোটাররা এবার ভোট দিতে পারবেন। এছাড়া যারা নিজ এলাকায় অবস্থান করবেন না, যেমন পেশাজীবী বা চাকরিজীবী, তারাও এই পদ্ধতির আওতায় আসবেন।”

তিনি আরো জানান, এ প্রক্রিয়া বাস্তবায়নে কমিশন একটি অ্যাপ চালু করবে। ভোটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। এরপর পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তা সংশ্লিষ্ট সংসদীয় আসনে ফেরত পাঠানো হবে। এসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে বলেও ইসি আশ্বাস দিয়েছে।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়