ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১০ সেপ্টেম্বর ২০২৫  
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাইকমিশনারের বাসভবনে এ সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রতিনিধি দ‌লের নেতৃত্ব দেন দল‌টির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নারী অধিকার, অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাকখাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন বলেও দলটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানা‌নো হ‌য়ে‌ছে।

বৈঠকে হাইক‌মিশ‌নের ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি ও ডা. হাবিবা চৌধুরী সুইট উপ‌স্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়