ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতের আমিরকে মস্কোয় ইসলামিক কনফারেন্সে আমন্ত্রণ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০০, ১২ সেপ্টেম্বর ২০২৫
জামায়াতের আমিরকে মস্কোয় ইসলামিক কনফারেন্সে আমন্ত্রণ

রা‌শিয়ার রাষ্ট্রদূত জামায়াতের আমিরের কার্যালয়ে গেলে দলটির নেতারা তা‌কে ফুল দি‌য়ে স্বাগত জানান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামি কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে ‌বৈঠককালে তাকে এ আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রা‌শিয়ার রাষ্ট্রদূত জামায়াতের আমিরের কার্যালয়ে গেলে দলটির নেতারা তা‌কে ফুল দি‌য়ে স্বাগত জানান। প‌রে সৌজন্য বৈঠকে করেন তারা।

বৈঠকের শুরুতেই রুশ রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর  অ্যানটন চেরনোভ।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব‌লে জামায়া‌তে ইসলামীর সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

জামায়াত জানায়, বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে বলে তারা আশা ব্যক্ত করেছেন।

রা‌শিয়ার রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াতে ইসলামীর আমির‌কে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা ডা. এস এম খালিদুজ্জামান এবং জামায়াতের আমি‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়