ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুর হাইকমিশনারের স‌ঙ্গে জামায়াতের বৈঠক

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫  
সিঙ্গাপুর হাইকমিশনারের স‌ঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ইউসের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষা‌তে মি‌লিত হ‌ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি‌নি‌ধি দল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনু‌ষ্ঠিত সাক্ষা‌তে জামায়া‌তের প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্ব দেন দল‌টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

প‌রে তারা অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতি ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন।

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সিঙ্গাপুরের হাইকমিশনারের স‌ঙ্গে হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সর্বশেষ

পাঠকপ্রিয়