ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক: হাওলাদার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২ অক্টোবর ২০২৫  
অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক: হাওলাদার

জাতীয় পা‌র্টির একাংশের মহাস‌চিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুভ বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী‌ ভাই বোন‌দের প্রতি শু‌ভেচ্ছা ও অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পা‌র্টির একাংশের মহাস‌চিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বৃহস্প‌তিবার (২ অক্টোবর) এক বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লে‌ন, “শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা।”

আরো পড়ুন:

“দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নেয়। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা ক‌রে।”

হাওলাদার বলেন, “দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়। ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা হোক। গ‌ড়ে উঠুক অসাম্প্রদা‌য়িক বাংলা‌দেশ।”

তি‌নি সনাতন ধর্মের সব অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়