‘প্রথম দুদিনের সূচি চূড়ান্ত’
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার পর বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বলে দলটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, দেশে ফেরার পরবর্তী দুই দিনের জন্য তারেক রহমানের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সেই সূচিতে জিয়াউর রহমানের মাজার জিয়ারতের তথ্য রয়েছে।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার কাছাকাছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনায় যোগ দেবেন। সেখানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে দেশবাসীর উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনা ঘিরে সারা দেশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
বৃহস্পতিবার গণসংবর্ধনা গ্রহণ করে তারেক রহমান সেখান থেকে পার্শ্ববর্তী এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার সঙ্গে কিছু সময় কাটাবেন। এরপর তিনি গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছে বিশ্রাম নেবেন।
বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়ছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি সংসদ ভবনের উল্টো দিকে চন্দ্রিমা উদ্যানে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।
২০০৭ সালের ৭ মার্চ ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগার ও রিমান্ডে থাকাকালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে যান। সেই থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি।
ঢাকা/আলী/রাসেল