ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৯, ৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

দলীয় সূত্র জানায়, সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ আরো জোরদারের বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়